শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ সুবর্ণ সোপান
প্রবক্তা
পরমহংসকুল-মুকুটমণি জগদ্গুরু
বিশ্বব্যাপী শ্রীচৈতন্য-সারস্বত মঠাদি প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাতা-সভাপতি-আচার্য্য
ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী
মহারাজের ভক্তগণের সহিত ইংরাজী ভাষায়
কথোপকথন
(টেপে ধৃত ১৯৮১ এবং ১৯৮৫ সাল)
বিশ্বব্যাপী শ্রীচৈতন্য-সারস্বত মঠ তথা শ্রীচৈতন্য-সারস্বত
কৃষ্ণানুশীলন সংঘের সেবাইত ও আচার্য্য
পরিব্রাজকাচার্য্য ত্রিদণ্ডিস্বামী
শ্রীমদ্ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী
মহারাজের কৃপানির্দ্দেশে
শ্রীচৈতন্য-সারস্বত মঠ তথা শ্রীচৈতন্য-সারস্বত কৃষ্ণানুশীলন সংঘের
সহ-সম্পাদক
শ্রীপূর্ণানন্দ ব্রহ্মাচারী কর্ত্তৃক সংঘের পক্ষ হইতে প্রকাশিত ।
শ্রীচৈতন্য-সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ ।
৪৮৭ নং দমদম পার্ক, কলিকাতা-৭০০ ০৫৫
“দি গোল্ডেন্ ষ্টেয়ার্ কেস্” নামক পুস্তকের (ইংরাজী বক্তৃতার)
সঙ্ককল ও প্রকাশক
ত্রিদণ্ডিস্বামী শ্রীপাদ ভক্তিস্বরূপ ত্রিদণ্ডী মহারাজ
আয়ার্ল্যাণ্ডের ভারপ্রাপ্ত প্রচারক
বাংলা মর্ম্মানুবাদ
শ্রীমতী দেবময়ী দাসী, কঙ্কর্ড, আমেরিকা
সংঘাচার্য্য কর্ত্তৃক সর্ব্বসত্ত্ব সংরক্ষিত
প্রথম বাংলা সংস্কর ণঃ
বঙ্গাব্দ—১৮০১ শ্রীগৌরপূর্ণিমা ইং ১৭।৩।১৯৯৫
শ্রীল গুরুমহারাজের আবির্ভাব শতবার্ষিকী